• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড,কিট প্যারেড এবং কল্যাণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ১:২৯ অপরাহ্ন / ১০৫
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড,কিট প্যারেড এবং কল্যাণ সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার পুলিশ লাইন্সে নতুন বছরের প্রথম মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। একই সাথে কিট প্যারেড এবং কল্যান সভাও অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে মাস্টার প্যারেডে সালাম গ্রহন করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম। এসময় জেলার অন্যান্য সিনিয়র অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মাস্টার প্যারেড সমাপ্তির পর পুলিশ লাইন্সের রেশন স্টোর, কিট সহ যানবাহন শাখা পরিদর্শন করেন।

উল্লেখ্য, এ মাসের কল্যাণ সভায় বিগত ২০২২ সালে গোপালগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গৃহীত নানা কল্যানমুখী উদ্যোগের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন উপস্থাপন করা হয়।