• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ৭, ২০২৩, ৭:৫০ অপরাহ্ন / ১০১
গোপালগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার পুলিশ লাইন্সের ড্রিল সেডে রোববার (৭ মে) কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

এ সময় ফোর্সের যাবতীয় কিট পরীক্ষা- নিরীক্ষা করা হয় এবং পোশাক পরিচ্ছদের পরিষ্কার -পরিচ্ছন্নতা নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ সুপার মাসিক কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যের সুবিধা- অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনে তা সমাধানকল্পে বিভিন্ন ব্যবস্থা এবং ইতোমধ্যে সমাধানকৃত বিভিন্ন সমস্যা এবং তা বাস্তবায়নকল্পে গৃহীত জেলা পুলিশের পদক্ষেপগুলো তুলে ধরেন।

কিট প্যারেড ও কল্যাণ সভায় পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপারগণ, থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।