কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় পুলিশ লাইন্সের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় পুলিশ অফিস দল পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান প্রথমে গোপালগঞ্জ সদর থানার হয়ে প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল খেলায় পুলিশ অফিস দলের হয়ে খেলায় অংশগ্রহন করেন। অসাধারণ ক্রীড়া শৈলী প্রদর্শন করায় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” পুরষ্কারপ্রাপ্ত হন।
আপনার মতামত লিখুন :