• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ন / ৯৯
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে। এর আগে গত ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মাহাবুব আলী খানকে সভাপতি ও জিএম সাহাব উদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্যের নির্বাহী কমিটি এবং ১২ জনকে উপদেষ্টা কমিটির সদস্য করে গঠন করা হয় নতুন এই কমিটি।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১৯ জানুয়ারি এই কমিটির অনুমোদন দেন। সংবাদ সম্মেলনে নতুন কমিটির সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মাদ দুলু, এ্যাড. চৌধুরী খসরুল আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জুলকদর রহমান সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।