কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা তাঁর পদোন্নতিজনিত বিদায় কালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হককে সম্মাননা জানান।
১৮ মার্চ ২০২০ ইং থেকে ৩০ নভেম্বর ২০২২ইং পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সম্মাননা স্মারক তুলে দেন। জেলা প্রশাসক বৈশ্বিক করোনা মহামারি চলাকালে এডিপির কাজ বাস্তবায়নে এলজিইডি, গোপালগঞ্জেরে অর্জনের প্রশংসা করে বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কঠোর লকডাউন চলাকালে এলজিইডি স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন কাজ সম্পাদন করেছে। এছাড়াও জাতির পিতার জন্মধন্য পূর্ণভূমি গোপালগঞ্জে বিভিন্ন দৃষ্টিনন্দন ও সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে বিশেষ প্রশংসা অর্জন করছে এলজিইডি।
সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
আপনার মতামত লিখুন :