• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন / ১৫
গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচির অধীনে গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি গোপালগঞ্জ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিতর্কমুক্ত, অংশগ্রহনমুলক, সর্বজন গ্রহনযোগ্য, উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হলে ই-ভোটিং ও ব্লক চেইন টেকনোলজি প্রবর্তন করতে হবে।