• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জ জজশীপ -এ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন / ৮৮
গোপালগঞ্জ জজশীপ -এ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমানের সাথে গোপালগঞ্জ জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীগণের কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা জজশীপ।

নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ গোপালগঞ্জ জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে পরিচয়পর্ব শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমিতে অবস্থিত বিচারপ্রার্থী জনগনের ন্যায়আলয়কে দেশ সেরা বিচার আদালত হিসেবে প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে তিনি অত্র আদালতের বিচারক ও কর্মচারীদের উদ্দেশ্যে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও আচরন, সততা ও মানবিক গুণাবলী বজায় রেখে জন সাধারণের প্রতি সেবা প্রদানে সচেষ্ট থাকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি টিম ওয়ার্ক বা দলগত কাজের ওপর জোর দেন এবং সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে গোপালগঞ্জ জজশীপকে একটি মডেল বিচার বিভাগ হিসেবে গড়ে তোলার জন্য তাঁকে সহযোগিতা করার আহবান জানান।

এ সময় গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার আলী খোন্দকার, গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু ইব্রাহিম, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ এনায়েত উল্লাহ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মোঃ মেহেদী হাসান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সহকারী জজ) মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মাসুমা রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, রেজাউল করিম বাঁধন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ, মতিউর রহমান, ফাহমিদা পিয়া, সহকারী জজ আফরোজা বিনতে শহীদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন সহ জেলা জজশীপ -এর অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমানকে স্বাগত জানান এবং আদালতের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।