• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত 


প্রকাশের সময় : জুন ৭, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন / ৩৫
গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায় ঈদুল আযহা’র নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন গোপালগঞ্জ পৌর ঈদগাহ ময়দানে ঈদুল আযহা নামাজের প্রধান জামাতে ইমামতি করেন করেন কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

ঈদুল আযহা নামাজে অংশ নিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানসহ তার দুই পুত্র সন্তান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল হাসান, নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। এছাড়াও পৌর ঈদগাহ ময়দানে নানা শ্রেণী-পেশার প্রায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহণ করেন।

ঈদুল আযহা নামাজের পর খুতবা শেষে বাংলাদেশের সকল জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা সহ বিশ্বের সকল মুসলমান নর-নারীর জন্য বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসন দ্রুত বন্ধে আল্লাহ পাকের গায়েবী সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ  আগে ভাগেই ঈদগাহ ময়দানে নান্দনিক প্যান্ডেল তৈরি করেন। সড়কের দু’পাশে রং-বেরঙের আরবি ও বাংলায় ঈদ মোবারক লেখা পতাকা ও ফেস্টুন টাঙ্গিয়ে সড়কের শোভা বর্ধন করা হয়। এছাড়াও ঈদুল আযহাকে সামনে রেখে শোভা বর্ধনের জন্য জেলার সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নান্দনিক আলোক শয্যায় সজ্জিত করা হয়েছে।

এদিকে গোপালগঞ্জ পৌর ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর গোপালগঞ্জ থানাপাড়া মসজিদে সকাল ৮ টায় ও সকাল সাড়ে ৮ টায় এস কে আলিয়া মাদ্রাসায় সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।