• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ন / ২৮
গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “চাকরি খুঁজবো না, চাকরি দিবো” –এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জের আয়োজনে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বিসিক গোপালগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোঃ কামরুল আলম মিয়া, প্রমোশনাল অফিসার সজল আহমেদ, প্রশিক্ষক রফিকুল ইসলাম, বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি ও আলফা ফার্নিচারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মহুরুন্নেসা বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী ও বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী মোল্লা। ২০২৩–২৪ অর্থবছরে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচে সর্বমোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা অনলাইনে আবেদনের মাধ্যমে পরবর্তী প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে শিল্প উদ্যোক্তারা ঋণ নিয়ে সাবলম্বী হতে পারবে।