
কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ আকবর আলী শেখ (৩৮) ও জাকারিয়া (২৭) নামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন টুপুরিয়া নামক এলাকায় রাত আনুমানিক সোয়া ১১ টায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে টুপুরিয়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে আকবর আলী ওরফে আরিফ এবং মাঝবাড়ী গ্রামের ছলেমান শেখের ছেলে জাকারিয়াকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ভাবে জানা যায় ধৃত আসামীরা কোটালীপাড়া ও তার আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :