
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ ২০২৪ খ্রি. গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন (জয় বাংলা পুকুর পাড়) ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আল-বেলী আফিফা বক্তৃতা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :