• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ১৬তম অটিজম সচেতনতা দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন / ১১১
গোপালগঞ্জে ১৬তম অটিজম সচেতনতা দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও ১৬তম অটিজম সচেতনতা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে রোববার (০২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন- অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ।

এ সময় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আনিসুজ্জামান, প্রবেশন অফিসার আল-আমীন, গোপালগঞ্জ শিশু পরিবারের উপ- তত্ত্বাবধায়ক সোনালী খানম সহ অটিজম শিশু ও তাদের অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে অটিজম শিশু সহ ৪ জনের মাঝে হুইলচেয়ার এবং উপস্থিত ২৫ জন অটিজম শিশুর হাতে টিফিন বক্স তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।