• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

গোপালগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের কর্মবিরতি


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন / ৫০
গোপালগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের কর্মবিরতি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের মতোই কর্মবিরতি পালন করেছেন জেলায় কর্মরত কয়েক হাজার পুলিশ সদস্য। কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।

এদিকে বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ পুলিশ লাইনসে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যরা। এসময় আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তাঁরা।