নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম-এর নির্দেশনায় সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলায় ৬দিন ব্যাপী অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কোর্স ১১তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম। উক্ত কোর্স পুলিশ লাইনস সম্মেলন কেন্দ্রের শ্রেণি কক্ষে গত ২৭ মে শুরু হয়।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফলতা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :