
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদার হত্যায় জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকরামুজ্জামান মিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দুপুরে ১২ টার দিকে সদর উপজেলার নিজড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে মৃত, আব্দুর ছত্তার মিনার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান বলেন, দিদার হত্যায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকরাম মিনাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নিজড়া গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে সদর থানায় রয়েছে। বেশ কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো,মিজানুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে
গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইকরাম মিনাকে তার নিজ বাড়ি থেকে
গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ ছাড়াও বিভিন্ন সরকার বিরোধী অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :