• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ছাত্রদলের মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন / ২৪
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়কগুলোতে অগ্নিঝরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার হত্যাকান্ডের সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও সুবিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

মঙ্গলবার সকালে মিছিলটি শুরু হয় সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে। মিছিল শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সেখানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতাদের টুঙ্গিপাড়াগামী গাড়ি বহরে আওয়ামী লীগ নেতাদের হামলায় হতাহতের ঘটনা ঘটে। ওইদিন হামলার শিকার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তার স্ত্রী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।