• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২২, ৫:১৪ অপরাহ্ন / ৮৮
গোপালগঞ্জে “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও হতদরিদ্রের মাঝে দেওয়া উপহারের ঘরে বসবাসরত আশ্রয়নবাসীর সফলতার গল্পের ভিত্তিতে প্রকাশিত “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায়, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ২৫ জন সফল উদ্যোক্তার সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে “স্বপ্নের ঠিকানা বইটিতে।