
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। এর ঘটনার দুই দিন পর ওই শিশুকে চিকিসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ ঘটনার ৩ দিন পর বুধবার দুপুরে কোটালীপাড়ায় থানায় মামলা হয়েছে।
ধর্ষক বিকাশ হালদার স্থানীয় রাধাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও প্রভাবশালী মৃণাল হালদারের ছোট ভাই হওয়ায় ওই শিশুটি চিকিৎসা নিতে পারছিলো না। তার খালা খবর পেয়ে পার্শ্ববর্তি জেলা মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গত রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশু ১৭৩ নং দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে পড়ে।
ধর্ষিতা ও ধর্ষিতার খালা এবং স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেলে ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিলো। তখন প্রতিবেশী ও সম্পর্কে চাচা বিকাশ হালদার তাকে ঘর থেকে ডাক দেয়। শিশুটি ঘরের গেলে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলেও ওই মেম্বার ও ধর্ষকের বাঁধার কারণে চিকিৎসা করাতে পারছিল না পরিবার। শিশুটির মা জর্ডান প্রবাসি এবং ঘটনার সময় তার বাবাও বাড়ীতে ছিলো না। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষক অপকর্মটি করে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক বলেন, ধর্ষনের শিকার হয়েছে এমন এক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তার স্যাম্পল সংগ্রহ করেছি। পরবর্তী ব্যবস্থা পুলিশী নির্দশনা আসলে করা হবে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় বুধবার দুপুরে কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :