কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১০/০৮/২৪ তারিখ সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সেনাবাহিনীর টহল চলাকালীন সময় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকায় দুষ্কৃতিকারীরা রামদা, চাপাতি, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সেনাবাহিনীর টহল গাড়ির উপরে অতর্কিত হামলা করে। এসময় তারা সরকারী কাজে বাধা প্রদান করে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ এবং সেনা সদস্যদের উপর আক্রমন করে ৮-১০জন সেনা সদস্যকে আহত করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ২৬ আগস্ট ২০২৪ তারিখ গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকা হতে ০৪ জন আসামী যথাক্রমে মোঃ কাজী রফিকুল ইসলাম (৫৩), গুলিশ শরীফ (৫৪), শরীফ আমিনুল হক ওরফে লাচ্ছু শরীফ (৫৫) ও মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মোল্লা (৪৮) দেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যন্য ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উল্লেখিত গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :