• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

গোপালগঞ্জে সেনাবাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে : কিশোর সহ আহত-১৫, সেনাবাহিনীর গাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ৯:০৮ অপরাহ্ন / ৩৮
গোপালগঞ্জে সেনাবাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে : কিশোর সহ আহত-১৫, সেনাবাহিনীর গাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার চাপে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে বিক্ষুব্ধ জনতার সাথে সেনাবাহিনীর সংঘর্ষে কিশোর, সেনা সদস্য সহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১০ আগস্ট) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মেরী গোপীনাথপুর এলাকায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেন গোপীনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণ। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের বাঁধা দেয় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল চলমান রাখে।

এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে সাধারণ জনগণের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে এক কিশোর আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর জীপ গাড়িতে অগ্নিসংযোগ করে। অবস্থার বেগতিক দেখে সেনাবাহিনীর সদস্যরা এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি।