• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে ঈদ উপহার তুলে দিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ৯:১৪ অপরাহ্ন / ১৭৮
গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে ঈদ উপহার তুলে দিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ সময় সিনিয়র সহকারী কমিশনার ও এনডিসি শোভন সরকার, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহম্মদ আলী খান, মোজাম্মেল হোসেন মুন্না, হুমায়ূন কবীর, এম সারমত, আরিফুল হক আরিফ, আজিজুর রহমান রনি, সাংবাদিক নিতিশ চন্দ্র রায় সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের মাঝে ঈদের শুভেচ্ছা (পোলাও এর চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, ফির্নি মিক্সড, নুডুলস, তৈল) উপহার তুলে দেন।