• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জে সরকারী কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবী, ৬ মাসের জেল


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৮:২০ অপরাহ্ন / ২০৭
গোপালগঞ্জে সরকারী কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবী, ৬ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারী কর্মকর্তা পরিচয়ে ভাতা দেয়ার কথা কলে উৎকোচ চাওয়ার দায়ে মো: জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এ কারাদণ্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত মো: জহুরুল ইসলাম নাটোর জেলার সিংগা উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, জহুরুল ইসলাম সরকারী উর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার দিগনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা করে দেয়ার কথা বলে সুবিধাভোগীদের কাছে অর্থ দাবী করেন।

এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসে। পরে বিষয়টি এলাকাবাসী জানালে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে জহুরুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, দন্ডপ্রাপ্ত মো: জহুরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।