
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের স্বনামধন্য সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে সদ্য নির্মিত পাঁচ তলা (১৩২ শয্যা) বিশিষ্ট আধুনিক ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নতুন এ ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মহব্বত আলী, গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এর নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবগাতুল্যাহ সহ সরকারি বঙ্গবন্ধু কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জেলা সদর পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্নাতকোত্তর কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ১৩২ শয্যা বিশিষ্ট আধুনিক এ ছাত্রী নিবাসের কার্যক্রম শুরু হওয়ায় সরকারি বঙ্গবন্ধু কলেজে অধ্যায়নরত আবাসিক নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা অনেকটাই সমাধান হবে এমনটি মনে করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার।
উল্লেখ্য, গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলা (১৩২ শয্যা) বিশিষ্ট এ ছাত্রী নিবাসের কার্যক্রম শুরু হওয়ায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক সমস্যা অনেকটাই লাঘব হবে। এতে করে নারী শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শেষ করে নিরাপদে ছাত্রী নিবাসে অবস্থান করে তাদের লেখাপড়ার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সচেষ্ট হবেন এমনটাই মনে করেন শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল।
আপনার মতামত লিখুন :