কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার অভিযোগ খতিয়ে দেখতে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের উপ পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্করের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের গোপালগঞ্জ অফিস থেকে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
পরিদর্শনের সময় ওই প্রতিষ্ঠানের ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরে কলেজ ডেভলপমেন্টে এডুকেশন প্রজেক্টের (সিডিইপি) ক্রয় করা বিভিন্ন সামগ্রী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম মেরামত ও ইনটেরিওর ডিজাইনিংয়ের জন্য খরচ করা অর্থের ভাউচার সংগ্রহ করে। ভাউচারের সঙ্গে বরাদ্দ করা অর্থ ব্যয়ে অসংগতি রয়েছে মর্মে টিমের কাছে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়। অভিযানে পাওয়া সংশ্লিষ্ট অর্থ বছরের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। যা পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন বলে জানা গেছে।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ও স্বনামধন্য কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে যদি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে তাহলে বিষয়টি সত্যিই দুঃখজনক। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন উক্ত কলেজের প্রাক্তন ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও সচেতন মহল।
আপনার মতামত লিখুন :