![scriptForHost](http://ajkerbd24.com/wp-content/uploads/2025/01/logog555.jpg)
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবি-তে কর্মরত এস আই সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার নামক এলাকায় (জেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলামের বাড়ীর সামনের সড়কে) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হয়েছেন। গোপালগঞ্জ জেলা পুলিশে নিয়োগ দীর্ঘদিন যাবতীয় কর্মকর্তা রয়েছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত সদর থানার ওসি মীর সাজেদুর রহমানকে ফোন দিলে তিনি ঐ বিষয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
এদিকে এসআই সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করে নিহত এসআই সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়ার আরজ করেন।
আপনার মতামত লিখুন :