• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৮:৫১ অপরাহ্ন / ৪১
গোপালগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৫ মার্চের গণহত্যা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন ঐতিহাসিক জয় বাংলা পুকুর পাড়ে ‘৭১ -এর বধ্য ভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্বের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর একে একে অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ বেদীতে পৃথক পৃথকভাবে পুষ্পপুস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, স্থানীয় সরকার -এর উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে গণহত্যা দিবস সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভার শুরুর পূর্বে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।