
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সঞ্চালনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো. আজহারুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক জেলায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :