• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সদর থানা পুলিশের টহল জোরদার


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ৬:০০ অপরাহ্ন / ১০২
গোপালগঞ্জে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সদর থানা পুলিশের টহল জোরদার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন গোপালগঞ্জ সদর থানা পুলিশ। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান অন্যান্য অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে গোপালগঞ্জ সদর থানাধীন সাতপাড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।

এ সময় অফিসার ইনচার্জ বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জ সদর থানা পুলিশের তৎপরতা এবং অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।