কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা -২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ নাজমুন নাহারের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ সেনাবাহিনীর গোপালগঞ্জ সেনা ক্যাম্প-এর অধিনায়ক মেজর মোঃ আকিকুর রহমান রুশাদ, নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের অধিনায়ক মোঃ ফজলুর রহমান, গোপালগঞ্জ আনসার ও ভিডিপি কমান্ডার ফজলে রাব্বি, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদ আলম লস্কার, গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি’র) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ’র) নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ রাসেদুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সহকারী কমিশনার রাসেল মুন্সী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার শিকদার, সিনিয়র সহ-সভাপতি মনীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, মুকসুদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কুমার বোস, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রবীন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক পল্টন হালদার, খাটরা সার্বজনীন কালী বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস সহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :