• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ৯:০১ অপরাহ্ন / ১১৪
গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সঞ্চালনায় এসময় জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি,এম, সাহাবউদ্দিন আজম, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।