• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

গোপালগঞ্জে মুকসুদপুর ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মাদক বিরোধী শোভাযাত্রা


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন / ১১২
গোপালগঞ্জে মুকসুদপুর ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মাদক বিরোধী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ  গোপালগঞ্জে মুকসুদপুর ক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে জেলা ব্যাপী স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপন, মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর ক্লাবের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার ৫৬ নং কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকতা এস এম ইমাম রাজী টুলু, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর ক্লাব গোপালগঞ্জের সভাপতি মাহাবুব বাবু, মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা আসমা খানম, লুপা রানা, এম আরমান খান জয়, কেরামত, রেজাউল, সেতু, রিয়াজ সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুকসুদপুর ক্লাব একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মানবিক সেবামূলক সংগঠন। মানবিক এ সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। ২০১৯ সাল থেকে এই সংগঠনটি শুধু মাত্র বিনামূল্যে মানবিক সেবায় নিয়োজিত। করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার গোপালগঞ্জ জেলা – উপজেলা সহ পার্শ্ববর্তী জেলায়ও সেবা প্রদান অব্যাহত রেখে ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়াও সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান করে অসংখ্য প্রাণ বাঁচাতে নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়াও প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাসে সম্মানিত রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা সহ হত দরিদ্রদের মাঝে ঈদের পন্য ও ঈদের পোষাক বিতরন করে থাকে। প্রতিবছর শীতের মৌসুমে গরীব, অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে বাজারে “যার যখন যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে জান “কর্মসূচীর ব্যবস্থা থাকে। প্রতি বছর গাছের চারা বিতরনে জেলা প্রশাসকের উপস্থিতিতে শুভ উদ্বোধনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কলেজ রাস্তার পাড়ে এবং অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরনের কার্যক্রম সম্পাদন করা হয়। বিগত বছরগুলোর মতো এবারও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১৫,০০০ হাজার গাছের চারা বিতরন করা হবে। সংগঠনটি পরিবেশে মানবিক কাজের পাশাপাশি পশু-পাখির সেবায়ও যথেষ্ট ভুমিকা রেখে যাচ্ছেন। সংগঠনে সময়োপযোগী খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়।