• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

গোপালগঞ্জে মাদকের অভিযানে ডিবি পুলিশের উপর হামলা : আহত -২ আটক-২


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন / ২২
গোপালগঞ্জে মাদকের অভিযানে ডিবি পুলিশের উপর হামলা : আহত -২ আটক-২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ শহরের পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশের উপর হামলা করে।
এ ঘটনায় ২ ডিবি পুলিশ আহত হয়েছে। এসময় পুলিশ আটক করেছে ২ মাদক ব্যবসায়ীকে। উদ্ধার করা হয় ৬৩ পিচ ইয়াবা।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাবাগান এলাকায় মাদক উদ্ধারে পুলিশে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা কলাবাগান এলাকায় ডিবি পুলিশের উপর হামলা চালায়। মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এস আই ফারুক হোসেন ও কনস্টবল আরিফ আহত হয়।

এ সময় ৬৩ পিচ ইয়াবাসহ আটক করা হয় মাদক ব্যবসায়ী বাবা নজরুল হোসেন ও ছেলে রাকিব হোসেন কে।

এ বিষয়ে আহত এস আই ফারুক হোসেন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদ ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে মাদক উদ্ধারে শহরের কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী বাবা নজরুল হোসেন ও ছেলে রাকিব হোসেনের কাছ থেক ৬৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আমাদের কাছ থেকে মাদক ব্যবসায়ী নজরুল হোসেন ও রাকিব হোসেনকে ছাড়িয়ে নিতে সঙ্ঘবদ্ধ ৮/১০ জন মাদক ব্যবসায়ীরা আমাদের উপর হামলা চালায়। হামলায় আমিসহ কনেস্টেবল আরিফ হোসেন আহত হই। এ ঘটনায় ঐ এলাকায় বাকি মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশে অভিযান চলছে। ও মামলার প্রস্তুতিও চলছে।