নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ আইডিইবি। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকাল সাড়ে ১০ টায় আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিএম ইছানুল কবির ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খানের নেতৃত্বে আইডিইবির অন্যান্য সদস্যগণ, গোপালগঞ্জ সড়ক বিভাগে কর্মরত অন্যান্য প্রকৌশলীগণ সম্মিলিতভাবে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্বের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :