• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন / ৩২
গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরপর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,  গোপালগঞ্জ জেলা পরিষদ, গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামানের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা, পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পালের নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা, পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডলের নেতৃত্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাসের নেতৃত্বে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুকের নেতৃত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, জেলা কমান্ডেন্ট মজিবুল হক বিভিএমএস এর নেতৃত্বে আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপ-পরিচালক হারুন-অর-রশীদের নেতৃত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেনের নেতৃত্বে জেলা কারাগারের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কারের নেতৃত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী স্বর্ণেদু শেখর মন্ডলের নেতৃত্বে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে গোপালগঞ্জ এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,  নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামানের নেতৃত্বে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী মোঃ  ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রেসক্লাব গোপালগঞ্জ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমানের নেতৃত্বে জেলা বিচার বিভাগের সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একুশে ফেব্রুয়ারীর ভোরে প্রভাত ফেরি নিয়ে পৌর পার্কের শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ পালিত হয়েছে।