• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

গোপালগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন / ৩২
গোপালগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা ” শীর্ষক কর্মশালা – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিল্টন বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোছনা খাতুন।

বক্তারা নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদেরকে মা-বাবার ন্যায় নৈতিক শিক্ষা প্রদানে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় গোপালগঞ্জের ৫ উপজেলার প্রায় ৭ সহস্রাধিক শিশু শিক্ষার্থীদের পাঠদানকারী ২৩৩ টি মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- অভিভাবকগণ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অন্যান্য কর্মকর্তা ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।