• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ভোট কেন্দ্র সম্বলিত ম্যাপ প্রদান করে ভূয়সী প্রশংসায় ভাসছে এলজিইডি


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন / ১০৮
গোপালগঞ্জে ভোট কেন্দ্র সম্বলিত ম্যাপ প্রদান করে ভূয়সী প্রশংসায় ভাসছে এলজিইডি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোপালগঞ্জ কর্তৃক নির্বাচনী ভোট কেন্দ্র সম্বলিত ম্যাপ অক্ষাংশ- দ্রাঘিমাংশসহ প্রকাশ করা হয়েছে। এই ম্যাপ গুলো চাহিদা মোতাবেক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ‍র‍্যাব, ডিজিএফআই, বিজিবি, আনসার ভিডিপি, প্রভৃতি প্রতিষ্ঠান এবং বাহিনীকে সফট কপি এবং হার্ডকপি সরবরাহ করা হয়েছে।

এলজিইডি গোপালগঞ্জ কর্তৃক এই ম্যাপ গুলো প্রদান কালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ অন্যান্য অফিস প্রধানগণ এলজিইডি গোপালগঞ্জের ভূয়সী প্রশংসা করেন।

সরকারি কাজে এলজিইডি গোপালগঞ্জের যে কর্তব্য নিষ্ঠা, আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিগত দিনের মতো সামনের দিনেও অব্যাহত রাখার পরামর্শ দেন।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক সকলের সাধুবাদ গ্রহণ করেন এবং সামনের দিনেও সরকারি কাজে যে কোনো ধরনের পরামর্শ এবং অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন ।