• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জে ভগবান শ্রী রাম চন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজা আর্চনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ২:২০ অপরাহ্ন / ৭১
গোপালগঞ্জে ভগবান শ্রী রাম চন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজা আর্চনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী রাম চন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূঁজা আর্চনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় হিন্দু মহাজোট এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে ভগবান শ্রী রাম চন্দ্রের জন্মোৎসব ও রাম নবমী উপলক্ষে কেন্দ্রীয় কালী বাড়ীতে পূঁজা আর্চনা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

ধর্মগ্রন্থ রামায়নে বলা হয়েছে, দুস্টের দমন করে শিষ্টের পালন করতে আজ থেকে সাড়ে ৯ লক্ষ বছর পূর্বে ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম চন্দ্র জন্মগ্রন করেন। তিনি রাবনকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তাকে ভাগবান শ্রীকৃষ্ণের সপ্তম অবতার বলা হয়।