
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ দুদ্ধের অপর শক্তিতে মেতে উঠি এক সাথে এই প্রতি পাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ পালন উপলক্ষে র্যালী ও শিক্ষার্থীদের দুধ খাওয়ানো এবং পুরস্কার বিতরন।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হল রুমে জেলা প্রানীস্মদ কর্মকর্তা ডঃ গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো, গোলাম কবির।
এ সময় দুধ খাওয়া হলে কি কি উপকার সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি প্রায় ৫ শতাধিক শিশু ছাত্র-ছাত্রীদের মাঝে দুধের প্যাকেট তুলে দেন।
এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জেলা প্রাথমিকশিক্ষা অফিসার , সহকারী পুলিশ সুপার সোহেল রানাসহ ৩টি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক গন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :