নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলায় আপন ভাইকে বিদেশ যাওয়ার জন্য টাকা দেওয়ায় সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে আহত করেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে পাইককান্দি ইউনিয়নে।
এ বিষয় আহত ইউনিয়নের সুলতানশাহী গ্রামের মোঃ আবুতালেব শেখের ছেলে নুর হোসেন শেখ তার আপন ছোট ভাই আজিজ শেখকে বিদেশ ইটালী যাওয়ার জন্য ১০ লাখ টাকা প্রায় ৭/৮ মাস আগে টাকা দেই। পরে এক পর্যায় সে বিদেশ না গিয়ে তাল বাহানা করতে থাকে। আমি দির্ঘদিন ধরে চট্টগ্রামে গাড়ী চালিয়ে আমার সংসার চালিয়ে আসছি।
গত ইংরেজী ২৪/১১/২৩ তারিখে আমি চট্টগ্রাম থেকে বাড়িতে এসে দেখি সে আমার কাছ থেকে টাকা নিয়ে মাদক ব্যবসা করছে যাহা দেখে আমি বিরক্ত বোধ করে বলি বিদেশ যখন যাবিনা তখন আমার টাকা ফেরত দাও। তখন সোমবার রাতের আমাকে টাকা দেওয়ার কথা বলে বাড়ীর বাহিরে নিয়ে দেশীয় আস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপালে নিয়ে গিয়ে ভর্তি করে।
এ বিষয়ে পিতা আবু তালেব জানান, আমার ছেলেদের মধ্যে টাকা নিয়ে মারামারি হয়েছে আমি বিষটি মিটিয়ে দেওয়ার জন্য চেষ্ট করছি।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :