• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:০১ অপরাহ্ন

গোপালগঞ্জে বিএনপি’র মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের আনন্দ শোভাযাত্রা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন / ১৭
গোপালগঞ্জে বিএনপি’র মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের আনন্দ শোভাযাত্রা

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিতব্য জেলা বিএনপির মহা-সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার সভাস্থলের প্রস্তুতি দেখতে যান বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। পরে সভাস্থল পরিদর্শন শেষে নেতৃবৃন্দরা এক আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিক উজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর, সদস্য এ্যাড. এম এ আলম সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপি’র সদস্য জিয়াউল কবীর বিপ্লব, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির নেতৃবৃন্দ গোপালগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয়ে সমবেত হয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।