নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন বেগম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বর্ণনাঢ্য এ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :