• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

গোপালগঞ্জে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২২, ১০:৪৭ অপরাহ্ন / ১৮০
গোপালগঞ্জে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্তবরণ ও পাঠ উৎসব -২০২২ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বসন্তবরণ ও পাঠ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. উসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. নাজমুন নাহার, প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে নজরুল পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বিভিন্ন ধরনের বইয়ের মোট ১৬টি স্টল বসে। স্টলগুলোতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বই দেখেন এবং লাইব্রেরীতে গিয়ে বই পড়েন।

পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সেখানে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন এবং বইয়ের স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে বসন্তবরণের সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।