কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস -২০২৩ পালিত হয়েছে।আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। “উন্নয়নের জন্য উদ্ভাবন এবং উদ্যোক্তা নীতি” –এ প্রতিপাদ্যে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম রং–বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীগণ, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পৌর পার্কে আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুল হালিম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিএম ইছানুল ইসানুল কবীর, তন্ময় গোলদার সাংগঠনিক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রাসূল হিমেল, সদস্য মোঃ আমিনুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :