কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ আগামী ২৫ ডিসেম্বর তথা আসন্ন খ্রিষ্টান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন নিরাপদ করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলার সকল উপজেলায় বিদ্যমান গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ব্যক্তিবর্গের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।
অনুষ্ঠানে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ আসন্ন ‘বড়দিন’ এর নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীনুর চৌধুরী, জেলার ডিআইও-১ সহ সকল থানার অফিসার ইন চার্জ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ নিরাপত্তা গাইডলাইন প্রদান করেন এবং সংশ্লিষ্ট সবার কাছ হতে এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। তিনি সকল অফিসারকে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :