• ঢাকা
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জে বজ্রপাতে এক ক্রিকেটারের অকাল মৃত্যু


প্রকাশের সময় : মে ৩১, ২০২৩, ৩:০২ অপরাহ্ন / ১৭৭
গোপালগঞ্জে বজ্রপাতে এক ক্রিকেটারের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বজ্রপাতে এক তানজিম আহমেদ নামে এক ক্রিকেটারের অকাল মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে বুধবার দুপুরে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ফ্রেন্ডস ক্লাব বনাম গোপালগঞ্জ এর ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে তানজিম আহমেদ গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ক্রিকেটার তানজিম আহমেদের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। বজ্রপাতে ক্রিকেটার তানজিম আহমেদের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ক্রিকেটার, কোচ ও ম্যাচ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নিহত তানজিমের রুহের মাগফেরাত কামনায় সকলে দোয়া ও মোনাজাত করেন।