• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মদিন পালিত


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন / ১৭
গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, আইন বিষয়ক সম্পাদক এড. জুলকদর রহমান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজা প্রমূখ।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি হাফিজুর রহমানের পরিচালনায় পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ তাদের পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।