কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা কারাগারে বন্দীদের চিত্ত বিনোদনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ৭টি এলইডি টিভি প্রদান করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা নিজে উপস্থিত থেকে জেলা কারা কর্তৃপক্ষের নিকট এ এলইডি টিভি গুলো হস্তান্তর করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলার মুশফিকুর রহমান, ডেপুটি জেলার মো. রাহাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা কারাবন্দীদের সুবিধা-অসুবিধা নিয়ে বিভিন্ন কথাবার্তা শুনে সংশ্লিষ্টদেরকে তা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে কারাবন্দীদের পরিবেশনায় অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন।
উল্লেখ্য, কারাবন্দীদের চিত্তবিনোদনের জন্য ইতোপূর্বে আরো ২টি টেলিভিশন জেলা কারাগারে দিয়েছিলেন জেলা প্রশাসন। এ নিয়ে মোট ৯টি টেলিভিশন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলখানার সবগুলো ওয়ার্ডে এলইডি টেলিভিশন দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।
আপনার মতামত লিখুন :