নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ৬ নং পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া মধ্যপাড়া গ্রামে।
এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষে পুখুরিয়া মধ্যপাড়া গ্রামের আলহাজ্ব জাহাঙ্গীর শেখের ছেলে মিলন শেখ (৩১) নিজে বাদী হয়ে আনোয়ার শেখ গং দেরকে বিবাদী করে গোপালগঞ্জ সদর থানা ও সেনা ক্যাম্পে পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৩/১২/২০২৪ ইং তারিখে বিবাদী আনোয়ার শেখ (৪৫), বাদশা শেখ (৬২), রকফান শেখ (৭২), নাসির শেখ (৫২) সর্ব পিং- মৃত খোরশেদ শেখ। খায়রুল শেখ (৩৭) ও লেলিন শেখ (২৪) উভয় পিং- রকফান শেখ। সেলিম শেখ (৩৮) ও শাহাবুদ্দিন শেখ (২৪), উভয় পিং – বাদশা শেখ, সর্ব সাং – চরপুখুরিয়া, থানা ও জেলা গোপালগঞ্জ সহ অজ্ঞাত আরো ৪/৫ জন গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের ৩১ নং পাটকেল বাড়ী মৌজায় খতিয়ান নং – ৭৭৪, দাগ নং – ৬৪০/৬৪১ মোট সম্পত্তি ৯৭ শতাংশ উক্ত সম্পত্তি বাদীর বাপ-চাচারা দীর্ঘ প্রায় দেড়শ বছর যাবত ভিটা বাড়ি বানিয়ে ভোগদখল করে আসছেন। গত ০৩/১২/২৪ ইং তারিখে বিবাদীগণ ভিটা বাড়ির যে জমি রয়েছে তা জোরপূর্বক দখল করে এবং হুমকি দিয়া বলে যে, এ জমি আমাদের, তোদের কিছু করার থাকলে তোরা কর আজ থেকে এই জমি আমাদের দখলে তোদের কিছু করার থাকলে তোরা কর এই বলে বিবাদীগণ উক্ত জমি থেকে চলে যায়। পরের দিন ০৪/১২/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ৭ টার দিকে বিবাদীগণ বাদীর জমিতে প্রবেশ করে বাউন্ডারি দিতে যায়। তখন বাদীপক্ষের লোকজন বাউন্ডারি দিতে বাধা দিলে বিবাদীগণের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়-ভীতি দেখায় এবং বাদীপক্ষের লোকজনদেরকে মারার জন্য ধেয়ে আসে। পরে নিরুপায় হয়ে বাদী মিলন শেখ ৯৯৯ – এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বাদী মিলন শেখ। এসময় সে অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, এর আগেও চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিক বার সালিশ করলেও বিবাদীগণ তা অমান্য করে আমাদের একটি পুরনো (আনুমানিক ১০০ বছর বয়স) সিরিজ গাছ জোর পূর্বক কেটে নেয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪/৫ লক্ষ টাকা হবে।
এদিকে সেনা ক্যাম্পে অভিযোগ দেওয়ার পর, সেখান থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে বিষয়টি মীমাংসা করার নির্দেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাইককান্দি ইউপি চেয়ারম্যান ভূইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন বাদী ও বিবাদী উভয়পক্ষকে ডেকে সালিশ বৈঠক বসিয়েও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :