নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের খাগড়াডাঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টায় পূর্ব শত্রুতার জেরে প্রভাবশালী এ্যাডভোকেট রবিউল খন্দকারের নেতৃত্বে তার ভাই দিদার খন্দকার, লিটু খন্দকার, তার বোন গোপালগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র নার্স ছালেহা বেগম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে প্রতিবেশী আরোজ আলী খন্দকারের বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীদের হামলায় চিকনা বেগম (৪৫), হোসনে আরা বেগম (৪০), আরোজ খন্দকার (৪২)—কে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিপক্ষ সুকৌশলে ৯৯৯ কল করে এলাকায় ভালো সাজে। এছাড়াও প্রতিপক্ষ তাদের নার্স বোনের সহযোগিতায় স্বেচ্ছায় নিজেরা ক্ষত করে হাসপাতালে সার্টিফিকেট নেওয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তারা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।