
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে মানব-বন্ধন করেছে মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র বাসিন্দারা। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী তারা এ কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে ভ‚ক্তভোগীরা রহিমা বেগম, কাজলী বেগম, নারগিস বেগম, ওলিয়ার, তৌহিদ শেখ, নুর ইসলাম, খাদিজা বেগম, খালেদা বেগমসহ অনেকে তাদের অভিযোগে জানান, শহরের ৩৩২ আরমবাগ এলাকার শেখ রকিব উদ্দিনের ২ ছেলে শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে দু’ সহোদর পুরাতন মানিকদাহ বাজারে একটি সুপার শপ করার নামে মানিকদাহ আশ্রয়ণের ১ শ’ ২০ বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে অন্ত:ত ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
একটু বাড়তি লাভের আশায় এ সব অসহায় মানুষ গুলোও ৫০ বা ১০০ টাকার স্ট্যাম্পের উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দু’ভাই সুপারশপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়। কিন্তু পরবর্তীতে লাভ দূরে থাক, আসল টাকা ফেরত চাইলেও তারা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে; এমনকি ইতিমধ্যে দু’এক জনকে নানা হুমকি-ধমকিও দিয়েছে। এভাবে বিগত ৮-৯ মাস ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এব্যাপারে থানার দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে উক্ত টাকা ফেরতসহ ওই দু’ভাইয়ের বিচার দাবীতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব-বন্ধন কর্মসূচী পালন করছেন।
আপনার মতামত লিখুন :